Header Ads

কলকাতার উপকন্ঠে গন্ডগোলের জেরে বন্ধ ভোটগ্রহণ! উঠলো পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ।

নজরবন্দি ব্যুরোঃ সকাল থেকে পঞ্চায়েত নির্বাচন ঘিরে অশান্তির খবর আসছে গোটা রাজ্যের একাধিক এলাকা থেকে। এবার কলকাতার একেবারে উপকন্ঠে চরম উত্তপ্ত হয়ে উঠলো পরিস্থিতি। বন্ধ হয়ে গেল ভোট গ্রহণ। এই ঘটনায় বুথ কর্মী থেকে স্থানীয় ভোটাররা ক্ষোভ উগরে দিয়েছেন পুলশের বিরুদ্ধে।
জ্যাংড়ার হাতিয়ারা ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ২২৬ নম্বর বুথে সংঘর্ষ বেধে যায় হঠাৎ। শুরু হয় ব্যাপক বোমাবাজি। তুমুল অশান্তির মাঝখানে পড়ে আতঙ্কিত হয়ে পড়েন ভোটাররা। আতঙ্কে বুথ ছেড়ে পালান ভোটকর্মীরাও। কিন্তু এই অশান্তির সময় কোথায় ছিল পুলিশ?

অভিযোগ, যখন বোমাবাজির জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি তখন পুলিশ ধারেকাছেও ছিল না। ব্যালট ছিঁড়ে পুড়িয়ে ফেলা হয়। কিছু ব্যালট জলে ফেলে দেওয়া হয়। এই তান্ডবের সময় সাধারণ ভোটার থেকে বুথকর্মী প্রত্যেকে যখন আতঙ্কিত তখন প্রশাসন সাহায্য করেনি। এর ফলে ক্ষুব্ধ গ্রামবাসীরা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিয়েছে প্রশাসনের বিরুদ্ধে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে আবার শুরু হয় ভোট গ্রহণ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.