Header Ads

আবার অন্ধকারে আপারের নিয়োগ! কোন ইতিবাচক উত্তর পাওয়া গেলনা।

নজরবন্দি ব্যুরো: আজ আন্দোলনকারী চাকরী প্রার্থী SFI ও DYFI এর প্রতিনিধিদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বিকাশ ভবনে বৈঠক হবার কথা থাকলেও তিনি দেখা করেননি। তার পরিবর্তে শিক্ষামন্ত্রীর সেক্রেটারি সুকান্ত বাবু আর শিক্ষাদপ্তরের OSD আন্দোলন কারী ৩ জন প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেছিলেন।

ওনারাই আন্দোলন কারীদের ডেপুটেশন পত্র গ্রহণ করেন বলে খবর।

ওই বৈঠকে যেটা উঠে আসে, আপারের আপডেট ভ্যাকান্সি কত বা আপারে মেরিট লিস্ট কবে দেওয়া হবে বা টেট সার্টিফিকেট কবে থেকে দেবে, এই সব প্রশ্নের কোন উত্তর দেননি তাঁরা।

আর এর ফলে শিক্ষক নিয়োগ যে আবারও বিশবাঁও জলে, এমনটাই মনে করেন চাকরী প্রার্থীরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.