Header Ads

আগামী ২৬ মে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে বসতে চলেছে চাঁদের হাট৷

নজরবন্দি,আসানসোলঃ আগামী ২৬ মে আসানসোলের কাজী নজরুল ইউনিভার্সিটিতে বসতে চলেছে চাঁদের হাট৷ ২৬মে সমাবর্তন অনুষ্ঠানের ডিলিট প্রদান করা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চলচ্চিত্র অভিনেত্রী শর্মীলা ঠাকুরকে৷

একই সাথে এদিন ডিএসসি সম্মানে ভূষিত করা হবে ভাবা রিসার্চ সেন্টারের বিজ্ঞানী এস এন ইউসুফ মহাশয়কে৷ইতিমধ্যেই এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে জোর তৎপরতা শুরু হয়েছে৷চলছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনকে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলার কাজ ৷ ছাত্র-ছাত্রীদের মধ্যেও শুরু হয়েছে সাজো সাজো রব৷নিরাপত্তা বলয় অটুট রাখতে ও প্রস্তুতিপর্বের তদারকি করতে সোমবার উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি সাধন চক্রবর্তী, এ.ডি.সি.পি সেন্ট্রাল সায়ক দাস,এ সিপি অলক মিত্র সহ উচ্চপদস্থ আধিকারীকেরা৷

অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই ভারতীয় হাইকমিশনার ও বাংলাদেশের হাইকমিশনারের ছাড়পত্র পাওয়া গেছে৷সেদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷এছাড়াও রাজ্যের শিক্ষামন্ত্রী ও রাজ্যপাল উপস্থিত থাকবেন বলে জানা গেছে৷
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.