Header Ads

আবারও অগ্নিমূল্য তেল!!!!!

নজরবন্দি ব্যুরো: আবার মূল্যবৃদ্ধি তেলের। শুক্রবার কলকাতায় পেট্রোলের দাম লিটারে ২৮ পয়সা বাড়লো । কলকাতায় এদিন তেলের দাম বেড়ে হলো ৭৮.২৯ টাকা প্রতি লিটার।কর্নাটক বিধানসভা নির্বাচন শেষ হতে না হতেই জ্বালানির দাম বেড়েই চললো। পরপর ৫ দিন বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম।   বৃহস্পতিবার ২২ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম ৭৮ টাকা ছাড়িয়েছিল। শুক্রবার আরও এক দফা বাড়ল পেট্রোলের দাম।
একইসঙ্গে বেড়েছে ডিজেলের দামও। শুক্রবার কলকাতায় ১ লিটার ডিজেলের দর ৬৯.৬৩ টাকা ছুঁয়েছে।

 

বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির ফলে দেশে তার প্রভাব পড়ছে। তেলের দাম আরো বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। এর ফলে দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৭৫.‌৬১ টাকা। ডিজেলের দাম বেড়ে লিটার প্রতি ৬৭.‌০৮ টাকা। মুম্বইতে পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৮৩.‌৪৫ টাকা। অন্যদিকে ডিজেলের দাম হয়েছে ৭১.‌৪২ টাকা। আবার চেন্নাইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি বেড়ে  ৭৮.‌৪৬ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ৭০.‌০৮ টাকা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.