Header Ads

কলকাতার বুকে যাত্রা শুরু প‍্যাকম‍্যান লাইফস্টাইলের

শুভব্রত মুখার্জি, নজরবন্দিঃ পূর্ব ভারতের সবথেকে বড় "উইন্ডো ড্রেসিং" কোম্পানি "প‍্যাকম‍্যান" তাদের লাইফস্টাইল ড্রেসিংয়ের অত‍্যধুনিক সম্ভার নিয়ে কলকাতার বুকে যাত্রা শুরু করল সম্প্রতি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প‍্যাকম‍্যানের সিইও অমর সানগানেরিয়া এবং "বেফিকরে"খ‍্যাত বলিউড অভিনেত্রী বানি কাপুর। এক ছাদের নীচে আপনার ঘরকে অত‍্যধুনিক রুপ সাধ‍্যের মধ‍্যে দিতে হলে আপনাকে আসতেই হবে ৫০০০ স্কোয়ার ফিট জায়গা জুড়ে থাকা প‍্যাকম‍্যান লাইফস্টাইলের এই শোরুমে।

সিইও অমর সানগানেরিয়া জানালেন " বেস্ট কোয়ালিটি ফাব্রিক, ডিজাইনার কার্টেন, লাইফস্টাইল ফার্নিসিংয়ের মধ্যে দিয়ে আপনার ঘরকে টেকনিক্যাল বিশারদ দিয়ে সুন্দর ভাবে সাজিয়ে তোলাই আমাদের লক্ষ্য।

আমাদের বিশারদরা আপনার ঘরের একটুও জায়গা নস্ট না করে আপনার ঘরকে সাজিয়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.