ধোনির মুকুটে আরও একটি নতুন পালক
নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সুরেশ রায়না, বিরাট কোহলি, রোহিত শর্মা ও গৌতম গম্ভীরের পাশে এবার নাম লেখালেন
এম এস ধোনি। কারণ টি-২০ ক্রিকেটে ৬০০০ রান পূর্ণ করলেন তিনি। দিল্লির বিরুদ্ধে আইপিএলের ম্যাচে ১৭ রান করার সঙ্গে সঙ্গে ধোনি এই নতুন রেকর্ডের মালিক হলেন। ২৯০টা টি-২০ ম্যাচ খেলে ধোনির রান এখন ৬০০৭।তবে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান ক্রিস গেইলের।
২১টা সেঞ্চুরি ও ৫০টা হাফ সেঞ্চুরির দৌলতে ক্যারিবিয়ান দৈত্যের রান ১১,৪৩৬।এর পরে আছেন ব্রেন্ডন মাকালাম তাঁর রান ৩৩৫টা ম্যাচ খেলে ৯১১৯।
এম এস ধোনি। কারণ টি-২০ ক্রিকেটে ৬০০০ রান পূর্ণ করলেন তিনি। দিল্লির বিরুদ্ধে আইপিএলের ম্যাচে ১৭ রান করার সঙ্গে সঙ্গে ধোনি এই নতুন রেকর্ডের মালিক হলেন। ২৯০টা টি-২০ ম্যাচ খেলে ধোনির রান এখন ৬০০৭।তবে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান ক্রিস গেইলের।
২১টা সেঞ্চুরি ও ৫০টা হাফ সেঞ্চুরির দৌলতে ক্যারিবিয়ান দৈত্যের রান ১১,৪৩৬।এর পরে আছেন ব্রেন্ডন মাকালাম তাঁর রান ৩৩৫টা ম্যাচ খেলে ৯১১৯।
No comments