Header Ads

শোভনের সব চক্রান্তকে হেলায় উড়িয়ে মহেশতলায় বড় জয় শাসকের।

নজরবন্দি ব্যুরো: নজরবন্দির বুথ ফেরত সমীক্ষাতে উঠে এসেছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের বড় মার্জিনে জয়ের চিত্র। মহশতলা উপনির্বাচনে তৃণমূলের জয় সমীক্ষার ফলাফলে শিলমোহর দেয়। আর জয় হল রেকর্ড সংখ্যক ভোটে। প্রবাদ আছে মর্নিং সোজ দ্য ডে। এদিন একেবারে গণনার শুরু থেকে এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী দুলাল দাস। আর প্রতি রাউন্ড গণনায় এই ব্যবধান ক্রমশ বাড়াতে থাকে।

২১ রাউন্ডের গণনার শেষে তৃণমূল পেয়েছে ১০৪৮১৮, বিজেপি ৪১৯৯৩, সিপিআই(এম) ৩০৩১৬। ৬২৮৯৬ ভোটে জয়ী দুলাল দাস। জয়ের ব্যবধান ধরলে তা বেড়েছে প্রায় ৫০ হাজার।

এই উপনির্বাচনে তৃণমূলকে হারাতে পিছন থেকে ষড়যন্ত্র করেন মেয়র-মন্ত্রী শোভন। এমনটাই অভিযোগ। তবে অনেকে মনে করেন এই মুসলিম অধ্যাসিত বিধানসভা কেন্দ্রে বিজেপির ভোট বৃদ্ধির পিছনে আছে কলকাতার মেয়র শোভনের হাত।
তাই তৃণমূলের এই জয়ে শোভনের যে সব জারিজুরি শেষ হল, তা আর বলার অপেক্ষা রাখে না। এমনটাই ধারনা রাজনৈতিক কারবারিদের।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.