Header Ads

নির্দল ও তৃণমূল সংঘর্ষে ফের অশান্ত হয়ে উঠলো উত্তর দিনাজপুর জেলার বালিচর।

নজরবন্দি,রায়গঞ্জ: রবিবার নির্দল ও তৃণমূল সংঘর্ষে ফের অশান্ত হয়ে উঠলো উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের বালিচর এলাকা। সংঘর্ষে জখমরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গোয়ালপোখর থানার পুলিশ। জানা গিয়েছে, গোয়ালপোখর -১ ব্লকের গোয়াগাঁও -১ গ্রাম পঞ্চায়েতের বালিচর এলাকার মহম্মদ কামিল তৃণমূলের থেকে টিকিট না পেয়ে পঞ্চায়েত ভোটে নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ভোটে জিতেও গিয়েছে নির্দল প্রার্থী মহম্মদ কামিল। কিন্তু এদিন সকালে আচমকাই গোয়াগাঁও -১ গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান তৃণমূলের হাসিনা খাতুনের স্বামী মহম্মদ ইদু হোসেন লোকজন নিয়ে জয়ী নির্দল প্রার্থী মহম্মদ কামিলের বাড়িতে লাঠি ও তরোয়াল নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ওই হামলায় কামিলের দাদা কাজিম ও বৌদি সহ ১০ জন গুরুতর জখম হয়ে পড়ে।

জখমদের গোয়ালপোখরের লোধন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁদের ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপরদিকে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী তৃণমূলের। উল্লেখ্য, সম্প্রতি গোয়ালপোখরের হামডাঙ এলাকায় নির্দল ফরওয়ার্ড ব্লক সংঘর্ষে এক নির্দল কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। ভোট মিটে গেলেও ভোট পরবর্তী হিংসায় বারবার অশান্ত হয়ে উঠছে ইসলামপুর মহকুমার বিভিন্ন এলাকা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.