Header Ads

বিপ্লব বাণে বিদ্ধ রবি ঠাকুর! মুখ্যমন্ত্রীর চেয়ারে মূর্খের অধিষ্ঠান।

নজরবন্দি ব্যুরোঃ "রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন" বিপ্লব দেব এর নতুন বিপ্লব! মহাভারতের যুগে ইন্টারনেট, অভিনেত্রী ডায়না হেডেনকে গড়ন আর গায়ের রঙ নিয়ে মন্তব্য। তারপর মেকানিকাল ইঞ্জিনিয়ার নয়, সিভিল ইঞ্জিনিয়ারদেরই সিভিল সার্ভিস পরীক্ষা বসা নিয়ে তরুণ প্রজন্মকে পরামর্শ, সরকারি চাকরির জন্যে সময় নষ্ট না করে, পানের দোকান বা দুই দুইয়ে পয়সা রোজগারের ভাবনাচিন্তা করা।

এহেন নানা মন্তব্যে তিনি মাঝেমধ্যেই খবরের শিরোনাম এ পৌঁছে যান , তবে তিনি একইরকম ভাবেই শিরোনামে আসতে চান তা আরও একবার প্রমাণিত। তাঁর অদ্ভূত মন্তব্যের নতুন বিপ্লব ঘটিয়ে এবারের সংযোজন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 'নোবেল পুরস্কার' ত্যাগ করেছিলেন। যা শুনে হয়তো চমকে যেতে পারেন সাহিত্য প্রেমীরা।

দুদিন আগেই ছিল বিশ্বকবির ১৫৭ তম জন্ম জয়ন্তী। সেই উপলক্ষে ত্রিপুরার এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বিপ্লব দেব। সেখানেই তিনি তার মন্তব্য বাণে বিধস্ত করলেন রবিঠাকুর কে। বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নোবেল পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ।  ইতিহাসের ভিত্তিতে তথ্যগত ভাবে বিপ্লব দেব একটু গুলিয়ে ফেলেছেন।
১৯১৯ সালে জালিয়ানওয়ালা বাগ কাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ফিরিয়ে দিয়েছিলেন রবীন্দ্রনাথ। বিশেষজ্ঞদের দাবি, 'নাইট উপাধি'র সঙ্গে কোনওভাবে 'নোবেল পুরস্কারে'র বিষয়টি হয়তো গুলিয়ে ফেলেছেন বিপ্লব দেব। সেইজন্যেই এমন মন্তব্য!



প্রসঙ্গত , ১৯১৯ সালে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের পর তৎকালীন ভাইসরয় লর্ড ক্লেমসফোর্ডকে একটি চিঠি লিখে, ঘটনার প্রতিবাদ করে নাইট উপাধি ফিরিয়ে দেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রধানমন্ত্রীর নির্দেশ এর পরও বিপ্লব এর এহেন মন্তব্যে আবার অসস্তুতি পড়তে চলেছ ভারতীয় জনতা পার্টি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.