Header Ads

২০১৯ এ বিজেপি শেষ। মুকুল কে গদ্দার বলে বিজেপি কে ব্যাপক আক্রমন অর্জুনের!

নজরবন্দি ব্যুরোঃ আজ পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে দেখা গেছে নিরঙ্কুশ প্রাধান্য লাভ করেছে তৃণমূল কংগ্রেস। বাংলার চারদিকে আজ সবুজ আবির।
আর এই বিজয় উৎসবের মধ্যে দল ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়কে যে আদৌ গুরুত্ব দেয়না তৃণমূল তা বুঝিয়ে দিলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং।

আজ ভোট গণনার সময় ব্যারাকপুর ১ নং ব্লকের মাখনলাল হাইস্কুলে যান অর্জুন সিং। সেখানে মুকুল রায়কে নিয়ে প্রশ্ন করা হলে তাচ্ছিল্যভরে অর্জুন বলেন, "মুকুল রায় গদ্দার ছিল, আছে, থাকবে। আর গদ্দারদের নিয়ে আমরা এবং আমাদের দল কোনো কথা বলে না।"

এদিন তিনি আরো বলেন, মানুষের পাশে থাকলে মানুষের ভালোবাসা তাদের ভরিয়ে দেয়। তৃণমূল কংগ্রেস তা প্রমাণ করে দিয়েছে। ভোট কিংবা সিট- সবেতেই তাই বাজিমাত করেছে তৃণমূল কংগ্রেস।

বিজেপি কে আক্রমন করে তিনি বলেন, "২০১৯, BJP ইজ ফিনিশড। মমতা ব্যানার্জি এই স্লোগান আগেই দিয়েছেন। এটা আমরা প্রমাণ করব। ২০১৯-এর পর ভারতের রাজনীতিতে BJP বলে কোনও জন্তু থাকবে না।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.