এখনও ভাঙড়ের রাস্তা আটকে কয়েক হাজার মানুষ। মরদেহ নিয়ে মিছিল করবে প্রতিবাদীরা।
নজরবন্দি ব্যুরো: রাতেই আরাবুলের গ্রেফতারের পরেও শান্ত হয়নি অশান্ত ভাঙড়। শনিবার ভোর থেকেই সেখানে মিছিল করেছে জমি রক্ষা কমিটির সদস্যরা। হাফিজুলের মরদেহ আগলে সারা রাত প্রতিবাদ জানায় এলাকার লোকজন । এ দিন ভোর থেকেই হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এই প্রতিবাদ সভাতে যোগ দেন। তাঁদের স্পষ্ট দাবি, এই খুনের ঘটনায় যারা জড়িত তাদের সকলকেই গ্রেফতার না করা পর্যন্ত এই আন্দোলন চলবে।
আজ হাফিজুলের দেহ কাটাপুকুর মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর ভাঙড়ে নিয়ে আসা হবে মরদেহ। জমি রক্ষা কমিটির তরফে জানানো হয়, মফিজুলের দেহ নিয়ে এলাকায় শান্তিমিছিল করা হবে।
আজ হাফিজুলের দেহ কাটাপুকুর মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর ভাঙড়ে নিয়ে আসা হবে মরদেহ। জমি রক্ষা কমিটির তরফে জানানো হয়, মফিজুলের দেহ নিয়ে এলাকায় শান্তিমিছিল করা হবে।
No comments