Header Ads

আদালতের কাজ প্রায় শেষ। বেতন বাড়ছে সরকারি কর্মচারীদের।

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের পরেই এল রাজ্য সরকারি কর্মীদের জন্যে সুখবর। রাজ্য সরকারি কর্মীদের জন্যে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করতে চলেছে নবান্ন।

যদিও তা ২০১৮ তে না হওয়ারই সম্ভাবনা বলে সূত্রের দাবি। মনে করা হচ্ছে ২০১৯ সালের প্রথমদিকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ইতিমধ্যে শুনানির কাজ প্রায় শেষ করে ফেলেছে অভিরূপ সরকারের দ্বারা পরিচালিত কমিশন। দেরিতে হলেও বেতন বৃদ্ধি নিয়ে অবশেষে কাজের অগ্রগতিতে খুশি সরকারি কর্মীরা। যদিও এই নিয়ে আবার একাংশের মধ্যে ক্ষোভ বাড়ছে। কারণ, ইতিমধ্যে সপ্তম বেতন কমিশন গঠন করে ফেলেছে কেন্দ্রীয় সরকার। এর পাশাপাশি একাধিক পড়শি রাজ্যও ইতিমধ্যে সপ্তম বেতন কমিশন সুপারিশ করেছে। আর সেখানে রাজ্য ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করাতে স্বভাবতই ক্ষোভ বাড়ছে সরকারি কর্মচারীদের মধ্যে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.