রামধনু জোট বাম-কং-বিজেপির!! নাম না করে সুজন কে তীব্র আক্রমন ঋতব্রত-র।
নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত ভোট উপলক্ষে সিপিআইএম এবং বিজেপি একটি অলিখিত জোট করেছে। এরকম খবর প্রকাশ্যে আসে কয়েকদিন আগে। তৃণমূলকে হারাতে যেনতেন প্রকারেণ মরিয়া হয়ে উঠেছে বামেরা। পার্টি লাইন, এমনকি দলের আদর্শ বিসর্জন দিতেও পিছপা হয়নি বামেরা, এরকমই অভিযোগ উঠেছে সিপিআইএম-এর বিরুদ্ধে। ফের এই বিষয়ে সরব হয়ে তাঁর প্রাক্তন দলকে কটাক্ষ করলেন নির্দল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রাজ্যে তৃণমূল কংগেসকে হারাতে সাম্প্রদায়িক শক্তি বিজেপির হাত ধরেছে বামেরা। একই সাথে কংগ্রেসের সাথে জোটের কথাও উঠে এসেছে। এই প্রসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় টুইটারে তীব্র সমালোচনা করে বলেছেন, বাংলার মানুষ কখনোই এই মিথ্যাচার মেনে নেবেন না। তিনি এই অলখিত জোটকে 'রামধনু জোট' বলেও ব্যাঙ্গ করেন। নাম না করে কটাক্ষ করেন বাম নেতা সুজন চক্রবর্তীকেও।
ঋতব্রত বলেন, রাজ্যের মানুষ এই দিকহীন এবং নীতিহীন রামধনু জোটকে যোগ্য জবাব দিয়ে বুঝিয়ে দেবেন। এর সাথে তাঁর আরও সংযোজন, প্রকৃত বাম সমর্থকরাও সিপিআইএম-এর এই বিভেদ সৃষ্টিকারী সাম্প্রদায়িক শক্তির কাছে আত্মসমর্থনকে ভালো ভাবে নেন নি। তারাও থাকবেন না এই দলটির পাশে আর।
ঋতব্রত বলেন, রাজ্যের মানুষ এই দিকহীন এবং নীতিহীন রামধনু জোটকে যোগ্য জবাব দিয়ে বুঝিয়ে দেবেন। এর সাথে তাঁর আরও সংযোজন, প্রকৃত বাম সমর্থকরাও সিপিআইএম-এর এই বিভেদ সৃষ্টিকারী সাম্প্রদায়িক শক্তির কাছে আত্মসমর্থনকে ভালো ভাবে নেন নি। তারাও থাকবেন না এই দলটির পাশে আর।
কোন মন্তব্য নেই