Header Ads

লুঙ্গির লুঙ্গি ডান্স এ আই পি এল যাত্রা শেষ পঞ্জাবের।

নজরবন্দি ব্যুরোঃ আই পি এল এর শেষ ম্যাচে সিএসকে এর কাছে হেরে এবারের মতো তাদের আই পি এল যাত্রা শেষ করল রবিচন্দ্রন অশ্বিনের দল।

এদিন ঘরের মাঠে প্রথমে টসে জিতে রবিচন্দ্রন অশ্বিনের দলকে প্রথমে ব্যাটিং করতে পাঠায় সিএসকে। কিন্তু প্রথমে ব্যাট করে ১৫৩ রানেই শেষ হয়ে যায় পঞ্জাবের ইনিংস। করুণ নায়ার এবং মনোজ তিওয়ারি ছাড়া পঞ্জাবের সব ব্যাটসম্যানই ব্যর্থ হন। বল হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন লুঙ্গি। এই ম্যাচে লুঙ্গির শিকারের তালিকায় রয়েছেন লোকেশ রাহুল(৭), ক্রিস গেইল(০), রবিচন্দ্রন অশ্বিন(০) এবং অ্যান্ড্রু টাই(০)।

ম্যাচ শেষে ম্যাচের সেরার পুরস্কার হাতে নিয়ে লুঙ্গি বলেন, 'গোটা দলই দারুণ খেলেছে এই ম্যাচে। এতটা আশা একেবারেই করিনি। দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি।'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.