মুখ্যমন্ত্রীকে মিথ্যাবাদী বলে আক্রমণ বাবুলের।
নজরবন্দি ব্যুরো:একটি বেসরকারি টিভি চ্যানেলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপারি কিলার দিয়ে তাকে খুনের চেষ্টার চলছে বলে অভিযোগ করেন। যদিও তিনি নির্দিষ্ট করে কোন দল বা ব্যক্তির বিরুদ্ধে সেই অভিযোগ করেননি। বরঞ্চ কথাটি হাওয়ায় ভাসিয়ে তিনি আমজনতাকে একটা বার্তা দিতে চেয়ে ছিলেন। আর সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শনিবার নদিয়া জেলায় এসে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপারি কিলার দিয়ে খুনের প্রসঙ্গে বাবুল বলেন,’মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন। বিজেপির দিকে আঙ্গুল তুলছেন মুখ্যমন্ত্রী।
অভিযোগ যদি সত্যি হয় তবে তৃণমূল কেন দেখল না। প্রাণনাশের হুমকিটাই পুরোটা মিথ্যা। তৃনমূল যতই আমাদের রাজনৈতিক শত্রু হোক না কেন, উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। ওনার প্রাণনাশের হুমকি বিজেপি সমর্থন করে না। ওনার হাতে তো সিআইডি আছে, পুলিশ আছে। তাদের কড়া শাস্তি দিন। আর শান্তিপূর্ণ ভোট হতে দেবে না তৃণমূল। শান্তিপূর্ণ ভোট হলে হারবে তৃণমূল কংগ্রেস।'
অভিযোগ যদি সত্যি হয় তবে তৃণমূল কেন দেখল না। প্রাণনাশের হুমকিটাই পুরোটা মিথ্যা। তৃনমূল যতই আমাদের রাজনৈতিক শত্রু হোক না কেন, উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। ওনার প্রাণনাশের হুমকি বিজেপি সমর্থন করে না। ওনার হাতে তো সিআইডি আছে, পুলিশ আছে। তাদের কড়া শাস্তি দিন। আর শান্তিপূর্ণ ভোট হতে দেবে না তৃণমূল। শান্তিপূর্ণ ভোট হলে হারবে তৃণমূল কংগ্রেস।'
No comments