Header Ads

রামের সুমতি!!!! মহিলাদের জন্য বড় ঘোষণা বিপ্লব দেব এর।

নজরবন্দি ব্যুরো: সরকারি চাকরিতে মহিলাদের সংরক্ষণের ব্যবস্থা করল ত্রিপুরা বিজেপি সরকার।শনিবার সরকারি চাকরিতে নতুন নিয়োগনীতিতে ঘোষণা করে বিপ্লব দেব বলেন " পুলিসের চাকরিতে মহিলাদের ১০ শতাংশ সংরক্ষণ ঘোষণা করা হয়েছে"। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ।

 

রতনলাল নাথ বলেন, ''সরকারি চাকরির নিয়োগে স্বচ্ছতা ও নিরপেক্ষতা আনতে বর্তমান নিয়োগনীতি খারিজ করেছে মন্ত্রিসভা। নতুন নিয়োগনীতি আনা হয়েছে। যোগ্য প্রার্থীরাই যাতে সরকারি চাকরি পান, তা নিশ্চিত করতে চায় সরকার।'' বাম জমানায় নিয়োগনীতি খারিজ করা হয়েছে বলে জানান রতনলাল নাথ।

 

পরিবহণমন্ত্রী প্রাণজিত্ সিং রায়ের কথায়, ''বাম সরকারের নিয়োগনীতিতে স্বচ্ছতা ছিল না। ফলে বঞ্চিত হতেন বহু যোগ্য প্রার্থীরা। সেই নীতি খারিজ করে এবার গ্রুপ ডি ও গ্রুপ সি-র নিয়োগে লিখিত পরীক্ষা আবশ্যিক করা হয়েছে।''

 

এই নীতি প্রয়োগে বিজেপি মহিলা দের একটা বিরাট সমর্থন আদায় করতে পারে বলে বিশেষজ্ঞ দের ধারণা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.