মরুদেশে নিঃশব্দ বিপ্লব কমিউনিস্টদের। উড়ল লাল ঝান্ডা।
নজরবন্দি ব্যুরোঃ ইরাকে অবিশ্বাস্য জয় পেল কমিউনিস্ট পার্টি। গত রবিবার সাধারণ নির্বাচন সংঘটিত হয় ইরাকে। সেই নির্বাচনে সবাইকে চমকে দিয়ে সাফল্য ছিনিয়ে নিয়েছে লালঝান্ডা।
ইরাকের ৫৪ শতাংশ আসন দখল করেছে কমিউনিস্ট পার্টি ও সাদর এর জোট। ফলে মরুদেশ ইরাকে ক্ষমতা দখল করলো ইরাক কমিউনিস্ট পার্টি। সূত্রের খবর বামপন্থীরা একক ভাবে ৮০ টি আসনে জয় পেয়েছে। এই জয় এক চমকপ্রদ জয়, এর থেকেই প্রমানিত হয় লালঝান্ডার অবিশ্বাস্য শক্তি, বলছেন আবেগে আপ্লুত কমিউনিস্ট মহল।
ইরাকের সরকার বেশ কিছুদিন ধরেই দেশের জরুরী পরিষেবা গুলিকে বহুজাতিক সংস্থার হাতে তুলে দিচ্ছিলো। এর প্রতিবাদে সরব হয় কমিউনিস্ট পার্টি। দেশের মানুষের স্বার্থে তাদের ক্রমাগত আন্দোলনই এই জয়ের অন্যতম কারণ, মনে করছে রাজনৈতিক মহল।
ইরাকের কমিউনিস্ট পার্টির মহিলা প্রার্থী হিসাবে সুহাগ আল-কাতিব এবং হাইফা আল আমীন ইরাকের পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়েও ইতিহাস গড়েছেন।




ইরাকের ৫৪ শতাংশ আসন দখল করেছে কমিউনিস্ট পার্টি ও সাদর এর জোট। ফলে মরুদেশ ইরাকে ক্ষমতা দখল করলো ইরাক কমিউনিস্ট পার্টি। সূত্রের খবর বামপন্থীরা একক ভাবে ৮০ টি আসনে জয় পেয়েছে। এই জয় এক চমকপ্রদ জয়, এর থেকেই প্রমানিত হয় লালঝান্ডার অবিশ্বাস্য শক্তি, বলছেন আবেগে আপ্লুত কমিউনিস্ট মহল।
ইরাকের সরকার বেশ কিছুদিন ধরেই দেশের জরুরী পরিষেবা গুলিকে বহুজাতিক সংস্থার হাতে তুলে দিচ্ছিলো। এর প্রতিবাদে সরব হয় কমিউনিস্ট পার্টি। দেশের মানুষের স্বার্থে তাদের ক্রমাগত আন্দোলনই এই জয়ের অন্যতম কারণ, মনে করছে রাজনৈতিক মহল।
ইরাকের কমিউনিস্ট পার্টির মহিলা প্রার্থী হিসাবে সুহাগ আল-কাতিব এবং হাইফা আল আমীন ইরাকের পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়েও ইতিহাস গড়েছেন।
No comments