Header Ads

প্রবল বিড়ম্বনার মুখে রাজ্য সরকার। শিক্ষক অবমাননার দায়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা ৪ ঠা জুন।

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক রাজকুমার রায় হত্যার প্রতিবাদে উত্তাল রাজ্য। মহকুমা শাসককে হেনস্থার অভিযোগে যে তিনজন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছিল তারা জামিনে মুক্তি পেয়েছেন। রাজকুমার হত্যার বিচার এবং সেই সাথে শিক্ষক অবমাননার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন 'রাজকুমার হত্যার বিচার চাই' মঞ্চের প্রতিবাদী শিক্ষকরা।
প্রতিবাদ মঞ্চের শিক্ষকদের তরফে জানানো হয়েছে, সম্ভবত আগামী ৪ ঠা জুন সিবিআই তদন্ত এবং তার সাথে হাইকোর্টে শিক্ষক অবমাননার দায়ে জনস্বার্থ মামলা দায়ের করতে চলেছেন তারা। মহকুমা শাসকের বিরুদ্ধে তথা সরকারের বিরুদ্ধে জোরদার আইনি লড়াইয়ে নামছেন শিক্ষকরা।

মহকুমা শাসককে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষকদের জামিনের জন্য আইনজীবী বিকাশ ভট্টাচার্য সওয়াল করার সময় বলেন, এসডিও-র অভিযোগ পত্রে সেরকম কোনো হেনস্থার অভিযোগ না তোলা হলেও শিক্ষক সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানোর জন্য তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে। কিন্তু এটা কেন করা হল? একই সাথে এদিন বিকাশ বাবু দাবি করেন, মহকুমার শাসকের কথাতেই যথেষ্ট অসত্য এবং অসঙ্গতি রয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.