Header Ads

স্বামীর বেতন জানার সম্পূর্ণ অধিকার আছে স্ত্রীর। ঐতিহাসিক রায় আদালতের!!

নজরবন্দি ব্যুরো: পকেট কাটার ভয়ে নিজের স্ত্রী এর কাছে বেতন লুকাচ্ছেন, তবে এবার সাবধান।স্বামীর বেতন জানার অধিকার আছে স্ত্রীর। এমনই ঐতিহাসিক রায় দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট।স্বামীর বেতন জানতে চেয়ে আদালতে মামলা করেন সুনীতা জৈন নামে এক মহিলা। নিম্ন আদালতে সেই মামলা খারিজ করলেও তা ধোপে টেকেনি ,

 

তারপরে বিএসএনএলকে চিঠি লিখে স্বামীর আয় জানতে চেয়েছিলেন সুনীতা। কিন্তু রাজি হয়নি বিএসএনএল।এরপর সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে গেছিলেন সুনীতা।

 

বিএসএনএলে চাকরি করেন সুনীতার স্বামী পবন। কিন্তু বারবার তাঁর বেতন জানতে চাইলেও সুনীতা ব্যার্থ হয়,পবন কোনোভাবেই জানাতে চাননি তার মাসমাইনে। কিন্ত একমাসে সাত হাজার টাকা ভাতা পাওয়ার পরে সুনীতার সন্দেহ হয়, কমপক্ষে মাসিক দু’‌লক্ষ টাকার বেশি বেতন পান পবন। কিন্তু বেতন জানাতে অস্বীকার করেন। তাই আদালতের শরণাপন্ন হন সুনীতা।

 

আলাদাত স্পষ্ট জানায়,শুধু বেতন নয়, স্বামীর যাবতীয় ভাতার হিসেবও জানার অধিকার রয়েছে স্ত্রীদের। পবন কে আদালত তার বেতন বিস্তারিত জানানোর জন্য আদেশ দেন বিচারক।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.