অশোকের পোক্ত নেতৃত্বে সব বাধা পেরিয়ে শিলিগুড়ি পৌর নিগম পূর্ন করল তিন বছর।
নজরবন্দি ব্যুরোঃ গোটা রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল। কিন্তু তার মধ্যেও ব্যাতিক্রম শিলিগুড়ি পৌরনিগম। সাধারণ মানুষের সমর্থনকে সাথে নিয়ে শিলিগুড়ি পৌরনিগমের বাম বোর্ড তিন বছরে পা রাখলো।বাম বোর্ডের তিন বছর পূর্তি উপলক্ষে মেয়র অশোক ভট্টাচার্য বলেন, "কেনা বেচার রাজনীতি ও রাজ্য সরকারের উপেক্ষা বঞ্চনা এড়িয়ে নিজেদের ক্ষমতায় তিনটে বছর অতিক্রম করা কম তাৎপর্যপূর্ণ নয়।" 
অশোক বাবু আরও বলেন, তৃণমূলের সমস্ত অপচেষ্টা রুখে আরও দুবছর অবলীলায় ক্ষমতায় থাকবে বামেরা। কারণ সাধারণ মানুষের ভালোবাসা তাদের সাথে রয়েছে। এদিন মেয়রকে শুভেচ্ছা জানিয়েছেন বাম এবং বিজেপি কাউন্সিলররা।
শিলিগুড়ি পৌর নিগমের উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে অশোক ভট্টাচার্য বলেন, রাজ্য সরকার পরিকল্পনা খাতে প্রাপ্য টাকা আটকে রাখা সত্ত্বেও নিজেদের আয় বাড়িয়ে স্বনির্ভর গোষ্ঠী গঠন করেছে এই পৌর নিগম। প্রতি মাসের ১ তারিখে কর্মীদের বেতন দিয়ে এবং সেই সাথে অস্থায়ী কর্মীদের বেতন বাড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা। আর তাই এখানে তৃণমূকের কোনো জায়গাই নেই।
অশোক বাবু আরও বলেন, তৃণমূলের সমস্ত অপচেষ্টা রুখে আরও দুবছর অবলীলায় ক্ষমতায় থাকবে বামেরা। কারণ সাধারণ মানুষের ভালোবাসা তাদের সাথে রয়েছে। এদিন মেয়রকে শুভেচ্ছা জানিয়েছেন বাম এবং বিজেপি কাউন্সিলররা।
শিলিগুড়ি পৌর নিগমের উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে অশোক ভট্টাচার্য বলেন, রাজ্য সরকার পরিকল্পনা খাতে প্রাপ্য টাকা আটকে রাখা সত্ত্বেও নিজেদের আয় বাড়িয়ে স্বনির্ভর গোষ্ঠী গঠন করেছে এই পৌর নিগম। প্রতি মাসের ১ তারিখে কর্মীদের বেতন দিয়ে এবং সেই সাথে অস্থায়ী কর্মীদের বেতন বাড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা। আর তাই এখানে তৃণমূকের কোনো জায়গাই নেই।
 
 
 
 
No comments