Header Ads

টেস্ট ক্রিকেটে টস থাকবে। সিদ্ধান্ত নিল আইসিসি।

নজরবন্দি ব্যুরোঃ টেস্ট ক্রিকেটে টস থাকবে কিনা তা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল আইসিসির মিটিংয়ে। সেই মতো মুম্বইয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার আলোচনাসভার প্রধান বিষয় ছিল টস।

দু'দিনের মিটিং শেষে অনিল কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি টেস্টে টসের রীতি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিল। আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''টস টেস্ট ক্রিকেটের একটা গুরুত্বূর্ণ অংশ। ক্রিকেটে টসের একটা আলাদা আভিজাত্য ও আকর্ষণ রয়েছে। সেটা মাথায় রেখেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।'' প্রসঙ্গত টেস্ট ম্যাচে উইকেট তৈরির ক্ষেত্রে আয়োজক দেশ সুবিধা পায়। আইসিসি এই প্রবণতা আটকানোর জন্য ব্যবস্থা নিতে চেয়েছিল।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.