Header Ads

রাজ্যের স্কুলগুলিকে অভাবনীয় কড়া নির্দেশ হাইকোর্টের!

নজরবন্দি ব্যুরোঃ ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সুবিধার্থে বিশেষ পদক্ষেপ নিলো কলকাতা হাইকোর্ট। গরমের ছুটির মাসে স্কুল গুলি পড়ুয়াদের কাছ থেকে কোনো ফি নিতে পারবে না, জানিয়ে দিলো আদালত।
গরমের ছুটির পুরো মাস পড়ুয়ারা বাড়িতে কাটায়। এই মাসে স্কুল কোনো ফি নিতে পারবে না। অর্থাৎ জুন-জুলাই মাসের ফি নিতে পারবে না বেসরকারি স্কুলগুলি। বেসরকারি স্কুল গুলির লাগামছাড়া ফি ব্যবস্থায় রাশ টানতেই এই বিশেষ পদক্ষেপ।

এই নির্দেশ অমান্য করে যদি কোনো স্কুল ফি নেয় তাহলে তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। কোনো স্কুল যদি অগ্রিম এই টাকা নিয়ে থাকে তা পরের মাসের সাথে ব্যালেন্স করতে হবে। অন্যথা হলে অভিভাবকরা থানায় অভিযোগ জানাতে পারবেন।

থানা যদি কোনোভাবে অভিযোগ নিতে অস্বীকার করে তাহলে সরাসরি মুখ্যমন্ত্রীর অভিযোগ গ্রহণ দপ্তরে সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। হাইকোর্টের এই ঘোষনায় খুশি অভিভাবক মহল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.