Header Ads

এবার নিপা ভাইরাস আতঙ্ক হিমাচলপ্রদেশের স্কুলে।

নজরবন্দি ব্যুরোঃ ক্রমশ বাড়ছে নিপা ভাইরাস আতঙ্ক। এর ফলে হওয়া মারণ জ্বরে কেরলে এখনো পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। এবার নিপা ভাইরাস আতঙ্ক ছড়ালো হিমাচল প্রদেশের নাহানে এলাকার একটি স্কুলে।
হিমাচল প্রদেশের নাহানের একটি সরকারি স্কুল চত্বরে একসাথে ১৮টি বাদুড়ের মৃতদেহ পাওয়া গেছে। নিপা ভাইরাসের উৎস মূলত বাদুড় এবং শুয়োর। এদের লালা এবং দেহরস থেকে এই ভাইরাস ছড়াচ্ছে। একসাথে এতগুলো বাদুড়ের মৃতদেহ মেলায় আতঙ্কে ভুগতে শুরু করেছেন এলাকাবাসী এবং পড়ুয়ারা।

এদিকে মৃত বাদুড়ের খবর মিলতেই ঘটনাস্থলে পৌঁছেছে পশুপালন দপ্তর, স্বাস্থ্য দপ্তর এবং বনবিভাগের আধিকারিকরা। বাদুড়ের মৃতদেবের নমুনা পাঠানো হয়েছে তদন্তের জন্য।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.