Header Ads

ডিএ-র সুখবর কি গ্রীষ্মের ছুটির পরেই? জোর চর্চা কর্মচারীদের মধ্যে।

নজরবন্দি ব্যুরো: গ্রীষ্মের ছুটির পরেই ডিএ নিয়ে সমস্যা মিটতে পারে, এমন খবরে চাঞ্চল্য রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে। জানা গিয়েছে, গ্রীষ্মের ছুটির পরে হাইকোর্ট খুললে ডিএ বা মহার্ঘ ভাতা মামলার শুনানি হবে।

বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। যদিও আদালত চলতি মাসেই এই মামলার শুনানি শেষ করতে চেয়েছিল। কিন্তু রাজ্য সরকার চাইছিল এই মামলার শুনানি হোক গ্রীষ্মের ছুটির পরে।
আর তাই সবকিছু বিচার করে সরকারের দাবিকেই মান্যতা দিল আদালত। পরের শুনানি ৫ ও ৭ জুন। আর তাই রাজ্য সরকারি কর্মচারীদের অনেকের ধারনা এবার বকেয়া ডিএ নিয়ে কিছু ভাল খবর জানাতে পারে আদালত। আর সেই রায়ের দিকে তাকিয়ে সরকারি কর্মচারীররা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.