Header Ads

আবার বড় চমক। এক লক্ষ বেকারকে স্বনির্ভর করবার উদ্যোগ মুখ্যমন্ত্রীর!

নজরবন্দি ব্যুরো: ছাপ্পা ও সন্ত্রাসের অভিযোগ যাই থাক, সদ্য হয়ে যাওয়া পঞ্চায়েত ভোটে বিশাল সাফল্যের পর এবার তৃণমূল সুপ্রিমোর টার্গেট লোকসভা ভোট।
আর তাই সেই কথাকে মাথায় রেখে ২০১৯ সালের নির্বাচনের আগে পঞ্চায়েত এলাকার এক লক্ষ বেকারকে স্বনির্ভর করে তুলতে ৩০০ কোটি টাকার প্রকল্প হাতে নিল রাজ্য সরকার। রাজ্যের সমবায় দপ্তর এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাঁদেরকে বিভিন্ন ব্যবসার সরঞ্জাম দিয়ে স্বনির্ভর করার উদ্যোগ নেবে। গত বৃহস্পতিবারই এই প্রকল্পের অনুমোদনের জন্য অর্থ দপ্তরের কাছে এই সংক্রান্ত কাগজপত্র পাঠানো হয়েছে।
অর্থ দপ্তর অনুমোদন দেওয়ার পর তা মন্ত্রিসভায় অনুমোদন করাতে হবে। এটাই নিয়ম। আর তারপরই এই প্রকল্প ঘোষিত হবে।

জানা গিয়েছে, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের একটি প্রকল্প তৈরি করার জন্য দপ্তরের মন্ত্রী অরূপ রায়কে নির্দেশ দেন। আর তারপরই সমবায় দপ্তর এই প্রকল্প তৈরি করে। মোটামুটি দু’মাসের মধ্যে এই প্রকল্প চূড়ান্ত অনুমোদন পেয়ে যাবে বলে মনে করা যায়।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.