Header Ads

হামলা চালালো তৃণমূল, গ্রেপ্তার করা হল বামেদের! আজ প্রতিবাদ জমায়েতের ডাক বামেদের।

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত ভোট মিটে গেলেও রাজ্য এখনো উত্তপ্ত অশান্তির আবহে। মঙ্গলবার রাতে বামেদের একটি দপ্তরে হামলা চালায় তৃণমূলী দুষ্কৃতীরা। এরপর পুলিশ এসে উলটে তিন জন বামপন্থী রাজ্য নেতৃত্বকেই গ্রেপ্তার করে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে আজ দুপুর ১২টায় ব্যাঙ্কশাল কোর্টে জমায়েতের ডাক দিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন।

এক প্রেস বিবৃতিতে এসএফআই-এর তরফে দাবি করা হয়েছে, বিগত কয়েকদিন ধরে তৃণমূলের কিছু 'দাগী' দুষ্কৃতী কলেজস্ট্রীট চত্বরে এসে এসএফআই-এর কয়েকজন নেতা সম্পর্কে খোঁজ নিচ্ছিল। এরপর গতকাল রাত সাড়ে নটা নাগাদ প্রায় তিরিশ জনের একটি দুষ্কৃতী দল একটি বামপন্থী রাজনৈতিক দলের দপ্তর ঘিরে ফেলে। ওই দপ্তরে থাকা বাম নেতৃত্বকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি চরম হেনস্থা করা হয়। এসএফআই-এর অভিযোগ, এরপরেও পুলিশ তৃণমূলের ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উলটে এসএফআই-এর ৩ জন রাজ্য নেতৃত্বকে 'বিনা অপরাধে' গ্রেপ্তার করে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাম দল গুলি। ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফে আজ বেলা ১২টায় প্রতিবাদ জমায়েতের আহ্বান জানানো হয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.