Header Ads

ভাঙড় দেখাবে রাজ্যের মুক্তির পথ!

নজরবন্দি ব্যুরো: রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের রীতিমত চ্যালেঞ্জ জানিয়ে ৫ আসনে পরাস্ত করল ভাঙড়ের জমি জীবিকা পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষা কমিটি। পঞ্চায়েত দখল করলেও এই ফল যে রাজ্যের শাসকদলের পক্ষে সিঁদুরে মেঘ দেখাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

ভাঙড়ে জয়ী এই ৫ প্রার্থী ভবিষ্যতে পথ দেখাবে । অনেক লড়াই, অনেক রক্ত ঝরেছে, তবু লড়াইয়ের ময়দান থেকে সরে যায়নি এই সৈনিকরা। এমনি ভাবে প্রশংসায় ভাসিয়ে দিল এলাকার লোকজন। ওই এলাকার এক ১২ ক্লাসের ছাত্র আমাদের প্রতিনিধিকে বলেন , এরা মরে যাবে তবু নিজেদের বিক্রি করে দেবেনা। কারণ এরা সমাজের ওই সুবিধাবাদী বিক্রি হওয়া শ্রেণির মধ্যে পড়েনা। এরা সেই শ্রেণি থেকে উঠে আসা, যাদের কথা মার্কস বলেছেন।
বর্তমানে কতজন বাম মনস্ক মানুষ মার্কসের তাত্ত্বিক চর্চা করেন জানিনা, এই লড়াকুরা কিন্তু সেই চর্চাটা করেন। আর কাজের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন এদের ভাবনা। তাই ভবিষ্যতে ভাঙড় দেখাবে রাজ্যের মুক্তির পথ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.