Header Ads

কর্ণাটকে কংগ্রেসের পরাজয়! কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

নজরবন্দি ব্যুরোঃ কর্ণাটকে নির্বাচনের ফল জয়ের মুকুট পড়াতে চলেছে বিজেপির মাথায়। ২২২টি আসনের মধ্যে ১১৮টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি।
কর্ণাটকে সরকার গড়ার পথে বিজেপি। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেন, "কর্ণাটক নির্বাচনে জয়ীদের শুভেচ্ছা। ভোটে পরাজিতদের আরও লড়তে হবে। কংগ্রেস-জেডিএস জোট হলে ভালো হত"।

একজন পোড় খাওয়া রাজনীতিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মত, কংগ্রেস যদি জেডিএস-এর সাথে জোট করে লড়তো তাহলে আজকের ফলাফল অন্যরকম হত। হয়তো এই পরাজয় দেখতে হত না সিদ্দারামাইয়া শিবিরকে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.