Header Ads

টসহীন হতে পারে টেস্ট ক্রিকেট? জবাব মিলবে এ মাসেই।

নজরবন্দি ব্যুরোঃ ২০১৬ থেকেই ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে প্রতিপক্ষের মাঠে খেলতে আসা দল টস না করে ব্যাটিং বা বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে। এবার এই নিয়মকেই বিশ্ব ক্রিকেটে বাধ্যতামূলক করার কথা ভাবছে আইসিসি।

এ মাসের শেষ দিকে মুম্বইতে মিটিং এ বসবে আইসিসির টেকনিক্যাল কমিটি। সেখানে এই বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।ঠিক কী কারণে আইসিসি এমন পরিকল্পনার কথা ভাবছে? তাদের যুক্তি, টসের জন্য অনেকক্ষেত্রে আয়োজক দল অ্যাডভান্টেজ পায়।

তবে টসের পরিবর্তে বিকল্প কি তাও জানিয়েছে আইসিসি।তারা বলেছেন যে দল প্রতিপক্ষ দলের মাঠে খেলবে তারা সিদ্ধান্ত নেবে প্রথমে ব্যাটিং নাকি বোলিং করবে।এখন দেখার মুম্বাই সভাতে এই সিদ্ধান্ত সর্বসম্মতি ভাবে মান্যতা পায় কি না।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.