Header Ads

তাঁর জন্য বঞ্চিত দল। রাহুল সিনহার মাথার ওপর থেকে হাত তুলে নিলো বিজেপি!

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচন নিয়ে তাঁর একের পর এক মন্তব্য, আর তার জেরেই বিপাকে গোটা দল। স্বভাবতই রাহুল সিনহার আচরণে ক্ষুব্ধ বিজেপি শিবির। তাই রাহুলের পাশে যে থাকছে না দল তা স্পষ্ট করে দিলো হাইকম্যান্ড।

পঞ্চায়েত ভোটের মনোনয়নের দিন বাড়িয়েও তা প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন। এই নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি সরাসরি বলেন, রাজের নির্দেশে বস্তুত তৃণমূলের হুমকির জেরে এই কাজজ করে নির্বাচন কমিশন। কমিশনার অমরেন্দ্র কুমার সিং এর গোপন জবানবন্দি নিলেই তা স্পষ্ট হয়ে যাবে। কিন্তু রাহুলের এই দাবি সম্পূর্ণ অসত্য, বলেন কমিশনার। এর পরেই বিজেপি নেতা রাহুল সিনহার ওপর চটে যায় গেরুয়া শিবিরের উচ্চ নেতৃত্ব।

কেন্দ্রীয় নেতৃত্ব মনে করে, রাহুলের এই 'আলটপকা' মন্তব্যের জেরে বিপাকে পড়েছে দল। এমনকি রাজনৈতিক সুবিধা থেকেও বঞ্চিত হতে হল বিজেপিকে। সেই কারণেই তাঁর এসব কাজে একেবারেই সায় নেই দলের, জানিয়ে দিলো কেন্দ্রীয় নেতৃত্ব। ফলে আজ পালটা সাংবাদিক সম্মেলন করার কথা থাকলেও সে পথে হাঁটা সম্ভব নয় রাহুলের।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.