Header Ads

এবার মেট্রোর স্মার্ট কার্ডে থাকবে বাংলাও। নেপথ্য নায়ক ঋতব্রত, গর্গ আর বাংলা পক্ষ!।


নজরবন্দি ব্যুরোঃ কলকাতা মেট্রোতে স্মার্য কার্ড চালু হয় ২০১১ সালে। এই স্মার্ট কার্ডে ইংরাজি ও হিন্দি ভাষা থাকলেও স্থান পায়নি বাংলা ভাষা। অবশেষে সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবিকে স্বীকৃতি জানিয়ে ত্রিভাষিক স্মার্ট কার্ড চালু করা হল শনিবার।

মেট্রোর স্মার্ট কার্ডে নেই বাংলা ভাষা। ব্যবহারের নির্দেশাবলী, তাও লেখা হিন্দিতে। এই বিষয়টি রাজ্যসভায় দৃষ্টি আকর্ষন করান ঋতব্রত। তিনি প্রশ্ন তোলেন, যে রাজ্যের প্রায় ৮৬ শতাংশের বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলেন সেই রাজ্যে মেট্রোর স্মার্ট কার্ডে নেই বাংলা ভাষা! এটা শুধুমাত্র অবাক করার মতোই নয়, একই সাথে লজ্জারও। বাংলা ভাষার ক্ষেত্রে এই অবহেলা কেন? প্রশ্ন তোলেন সাংসদ। জবাব চান রেলমন্ত্রকের কাছে। তিনি কেন্দ্রকে স্মরন করিয়ে দেন ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য পশ্চিমবঙ্গ, যেখানে ২০০১ আদমশুমারি অনুযায়ী ৮৬% বাসিন্দা বাঙালী এবং এই ৮৬% এর মধ্যে ৮৩% বাঙালী শুধুই বাংলা জানেন, সেই বাংলার রাজধানী শহর কলকাতার মেট্রো রেলের স্মার্ট কার্ডে কিনা বাংলাই নেই!

কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন রেলের কাজ ৮৬% বাঙালীর পশ্চিমবঙ্গে রেল পরিষেবা দেওয়া। এবং সেই পরিষেবার ভাষা স্বাভাবিক ভাবেই প্রধান ভাবে হবার কথা বাংলা। কিন্তু কেন্দ্রীয় সরকার  এই বাংলার মাটিতে রেল পরিষেবায় বাংলা ভাষাকে প্রান্তিক করেছে সচেতন ভাবে। এর প্রতিবাদে অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা পক্ষ নামক এক বাংলা ও বাঙালীর ভাষা ও জীবিকার অধিকার সংগঠন এই নিয়ে কলকাতা মেট্রো ভবনে প্রতিবাদ জানায় এবং দিয়ে আসে ডেপুটেশন।

কলকাতা মেট্রো কার্ডে বাংলা ভাষা চালু করার পাশাপাশি তারা দাবী রাখে রেল পুলিশ সহ পশ্চিমবঙ্গে নিয়োগপ্রাপ্ত প্রতিটি ভারতীয় রেল কর্মীর আবশ্যিক বাংলা ভাষা জ্ঞান এবং আগামীতে ইস্ট ওয়েস্ট মেট্রোর কামরার ভিতরে ও বাইরে সকল সাইনবোর্ডে  বাংলাকে প্রাধান্য দেওয়া হয়, যেন তার স্থান হিন্দির নিচে না হয়।অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায় এই দাবী নিয়ে ঋতব্রত বন্দোপাধ্যায়ের সাথে যোগাযোগ করলে এই ন্যায্য দাবীর সাথে একমত হন সাংসদ। কারন হিসেবে সাংসদ জানিয়েছেন
 পশ্চিমবঙ্গে বাংলা ও বাঙালীর সাথে অবিচারের বিরুদ্ধে আমার অবস্থান সুদৃঢ়। আমি রাজ্য সভায় এই নিয়ে প্রশ্ন তুলি। কেন কলকাতা মেট্রো কার্ডে বাংলা নেই এবং এই অবিচার দূর করতে কি ব্যবস্থা নেওয়া হবে? এতে কেন্দ্রের রেল মন্ত্রকের উত্তর তাদের বাংলাকে প্রান্তিক করার অবস্থানকেই প্রকাশ করে।
তারা জানায় যে বাংলা দেওয়া হয়নি জায়গার অভাবে ! এই উত্তর কেন্দ্রের রেল মন্ত্রক এমন  এক রাজ্যের পরিপ্রেক্ষিতে বলেছে যেখানে ৮০%র বেশি মানুষ বাংলাভাষী। তারা আরও বলে, হিন্দি ও ইংরেজি নির্দেশাবলীতে মানুষ সড়োগড়ো হয়ে উঠেছে। কোন মানুষ? নিশ্চয়ই বাংলা ভাষী মানুষ না।
৮০% র বেশি বাংলাভাষী রাজ্যে বাংলায় পরিষেবা দেপার দায় কি ভাবে এড়াতে পারে কেন্দ্র, এমন দায়িত্বজ্ঞানহীন বাংলা-বিরোধী অবস্থান নিয়ে? ক্রেতা পরিষেবা কি ক্রেতার সঙ্গে সাযুজ্য রেখে ক্রেতার ভাষায় হওয়াই বাঞ্ছনীয় না?
কেন্দ্রীয় সরকারের এই একই হিন্দি আধিপত্যবাদী মনোভাব আমরা দেখেছি আমরা বেঙ্গালুরুর মেট্রোর ক্ষেত্রে। সেখানে হিন্দি ঢুকিয়ে দেওয়ার প্রতিবাদ করেছে কর্ণাটক। প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয়েছে কেন্দ্র, কর্ণাটক মেট্রোতে হিন্দি ঢোকানোর ষড়যন্ত্র বানচাল হয়েছে। রাজ্যসভায় আমার উত্থাপিত প্রশ্নের উত্তরে রেল মন্ত্রক জানিয়েছে যে আগামী মে মাস থেকে কলকাতা মেট্রো কার্ডে বাংলা থাকবে "তৃতীয় ভাষা" হিসেবে। আমি জানিনা না এই "তৃতীয় ভাষা" বলতে রেল মন্ত্রক কি বুঝিয়েছে এবং আশা করছি যে  "তৃতীয় ভাষা" মানে এই নয় যে মর্যাদার দিক থেকে তৃতীয়। পশ্চিমবঙ্গে সকল রেল প্রকল্পে ও পরিষেবায় সর্বস্তরে সবার উপরে বাংলা ভাষা থাকাই স্বাভাবিক। কেন্দ্র -উরাজ্য সম্পর্কের মূল ভিত্তি হল রাজ্যের মর্যাদা ও অধিকার। এই কারণেই সাংবিধানিকভাবে রাজ্যগুলিভাষা ভিত্তিক নীতিতে প্রতিষ্ঠিত হয়েছে। 

 অবশেষে তাঁর সেই দাবি মেনে নিয়ে মেট্রোর স্মার্ট কার্ডে আনা হল বাংলা ভাষার ব্যবহার। এখন থেকে কমলা রঙের নতুন স্মার্ট কার্ডে বাংলায় লেখা থাকবে 'মেট্রো রেল কলকাতা'।

মেট্রোর স্মার্ট কার্ডে বাংলা ভাষা স্থান পাওয়ায় খুশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "ভারতীয় সংঘরাষ্ট্রে সকল ভাষাই সমান। বাংলার প্রতিটি মানুষ যারা ভাষার সমানাধিকার ও মাতৃভাষা অধিকারের পক্ষে তাদের প্রত্যেককে জানাই অভিনন্দন।"

2 comments:

  1. Any clue when Bangla Pokkho-Ritobroto-Gorgo combine will be able to demand a native Bangla speaker as #EgiyeBangla brand ambassado ? Wasn't a similar movement
    floated by Ashoke Bhottacharjyo in the Hills a few years ago ?

    ReplyDelete
  2. বাংলা পক্ষের জন্য শুভকামনা।

    ReplyDelete

Theme images by lishenjun. Powered by Blogger.