Header Ads

লোকসভা যুদ্ধে মুখোমুখি লড়াই করার জন্যে সুজনকে আমন্ত্রন অভিষেকের!

নজরবন্দি ব্যুরোঃ শাসক দলের দৌরাত্ম্যে রাজ্যের অধিকাংশ জায়গায় মনোনয়ন জমা দিতে পারেনি, পঞ্চায়েত ভোটের প্রাক লগ্নে এমন অভিযোগ একাধিকবার তুলেছে বিরোধীরা। বাদ থাকেননি বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীও। এসবের মধ্যেই সম্পূর্ণ ভিন্ন রকমের উত্তর দিলেন তৃণমূলের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুজন চক্রবর্তী একটি টুইটে লেখেন, ডায়মন্ডহারবার তো যুবরাজের খেলার মাঠ। সেখানে ২০১৮ পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের লড়ার অনুমতি নেই। এরপরেই সুজন বলেন, পিসি-ভাইপো দুজনের মনে রাখা দরকার যে হিটলারকেও হারের সম্মুখীন হতে হয়েছিল। সুজন চক্রবর্তীর এই টুইটের জবাবে পালটা টুইটে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি চ্যলেঞ্জ ছুঁড়ে দেন সুজন চক্রবর্তীর দিকে। তিনি বলেন, "২০১৯ লোকসভা নির্বাচন বেশি দূরে নেই। আপনি ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র থেকে লড়ে দেখান।" আত্মবিশ্বাসী অভিষেক সুজন বাবুকে বলেন, "আমি এই পরামর্শ দিচ্ছি আপনার সমস্যা সমাধান করার জন্য। নিশ্চিত করছি, আগে আপনি মনোনয়ন জমা দেবেন, তারপর আমি আমারটা নিয়ে এগোবো। চলবে?" শেষকালে খোঁচা দিতে ছাড়েননি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.