শিক্ষক হতে চান ? ক্লিক করুন নিচের ওয়েবসাইটে।
নজরবন্দি ব্যুরো: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা চলছে অনেকদিন ধরে। একাধিক মামলতে আটকে আছে নিয়োগ।
এক কথায় বললে বলা যায় এই রাজ্যের কয়েক হাজার হবু শিক্ষকরা দিশেহারা।
এই রকম সময়ে শিক্ষক নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় বিদ্যালয় সমিতি। পোষ্ট গ্রাজুয়েট যোগ্যতা সম্পন্ন পড়ুয়াদের নেওয়া হবে ইতিহাস, ভূগোল, অর্থনীতি, কমার্স এবং হিন্দি বিষয়ে।
ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার নেওয়া হবে হিন্দি, ইংলিশ, অঙ্ক, সোশ্যাল স্টাডিজ বিষয়ে। আর্ট ও মিউজিক টিচার পদে সরাসরি ইন্টারর্ভিউয়ের মাধ্যমে কিছু ছেলেমেয়ে নেওয়া হবে বলে খবর।
পোষ্ট গ্রাজুয়েট টিচার পদের ইন্টারর্ভিউয়ের হবে ২রা,৩রা মে। ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পদের ইন্টারর্ভিউয়ের হবে ৩রা ও ৪রা মে।আর্ট ও মিউজিক টিচার পদের ইন্টারর্ভিউ হবে ৪ঠা মে। কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা,বয়স ও প্রার্থী বাছাই পদ্ধতি ও কোন রাজ্যে কত সিট আছে তা জানতে নিচের লিঙ্ক ক্লিক করুন। www.nvsroshillong.gov.in
এই রকম সময়ে শিক্ষক নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় বিদ্যালয় সমিতি। পোষ্ট গ্রাজুয়েট যোগ্যতা সম্পন্ন পড়ুয়াদের নেওয়া হবে ইতিহাস, ভূগোল, অর্থনীতি, কমার্স এবং হিন্দি বিষয়ে।
ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার নেওয়া হবে হিন্দি, ইংলিশ, অঙ্ক, সোশ্যাল স্টাডিজ বিষয়ে। আর্ট ও মিউজিক টিচার পদে সরাসরি ইন্টারর্ভিউয়ের মাধ্যমে কিছু ছেলেমেয়ে নেওয়া হবে বলে খবর।
পোষ্ট গ্রাজুয়েট টিচার পদের ইন্টারর্ভিউয়ের হবে ২রা,৩রা মে। ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পদের ইন্টারর্ভিউয়ের হবে ৩রা ও ৪রা মে।আর্ট ও মিউজিক টিচার পদের ইন্টারর্ভিউ হবে ৪ঠা মে। কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা,বয়স ও প্রার্থী বাছাই পদ্ধতি ও কোন রাজ্যে কত সিট আছে তা জানতে নিচের লিঙ্ক ক্লিক করুন। www.nvsroshillong.gov.in
Loading...
কোন মন্তব্য নেই