Header Ads

চাকরিপ্রার্থীদের আর্তনাদ পৌঁছাল না মুখ্যমন্ত্রীর কাছে!কমেন্ট অপশন বন্ধ করে দেওয়ার অভিযোগ!!

নজরবন্দি ব্যুরো: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক চলছে অনেক দিন ধরে। স্বচ্ছ নিয়োগের দাবি জানিয়ে একাধিক বার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন এই রাজ্যের কয়েক হাজার হবু শিক্ষক। কাজের কাজ কিছুই হয়নি। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারলেই শিক্ষক নিয়োগ নিয়ে তৈরি হওয়া সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু দেখা করেননি বাংলার অগ্নি কন্যা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই অভিযোগ হবু শিক্ষকদের। আশা ছাড়েননি এই রাজ্যের চাকরী প্রার্থীরা। 
আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন একটি বেসরকারি সংবাদ মাধ্যমে, সরাসরি রাজ্যের জনগণের প্রশ্নের উত্তর দেবার জন্য। আর এই সুযোগকে কাজে লাগাতে চেয়ে ছিলেন এই রাজ্যের হবু শিক্ষকরা। আর তাদের বিশ্বাস ছিল আজ মুখ্যমন্ত্রীর মুখ থেকে শিক্ষক নিয়োগ নিয়ে কিছু পজেটিভ খবর পাবেন। আরও অভিযোগ কমেন্ট অপশন বন্ধ করে দেওয়া হয়। যাতে এই রাজ্যের চাকরী প্রার্থীদেত আওয়াজ জন-দরদী মুখ্যমন্ত্রীর কাছে না যায়। 
মিডিয়ার এই রকম আচরণে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে হবু শিক্ষকদের মধ্যে। আর তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ আজ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.