Header Ads

মমতার অনুপ্রেরনায় শুভেন্দুর হাত ধরে পতন অধীর সাম্রাজ্যের!


নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচন আগামি মাসের ১৪ তারিখ। ভোট গণনা ১৭ মে। কিন্তু সেসব তারিখের তোয়াক্কা না করেই বাঁকুড়া, বীরভূমের পর এবার মুর্শিদাবাদে জেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস। এর ফলে দীর্ঘদিন ধরে অধীর চৌধুরীর গড় বলে পরিচিত এলাকাতে এবার ফুটলো ঘাসফুল। হিসেব অনুযায়ী, জেলা পরিষদের ৭০টি আসনের মধ্যে ৩৭টি আসনেই বিরোধী দলের প্রার্থীরা কোনো মনোনয়ন জমা দিতে পারেনি। এখনো অবধি সিপিআইএম, কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকে জেলা পরিষদে ২০, ৩০ ও ১৬টি আসনে মনোনয়ন জমা পড়েছে। ফলে বিরোধী হীন ৩৭টি আসনে ভোটের আগেই তৃণমূলের জয় নিশ্চিত। প্রথমে মুর্শিদাবাদের দায়িত্ব ইন্দ্রনীল সেনের ওপর থাকলেও পরে তা অর্পণ করা হয় দলের সুদক্ষ যোদ্ধা, রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর। তিনি যে নিজের দায়িত্ব যোগ্যতার সাথে পালন করেছেন তা বলাই বাহুল্য। ২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনে যেখানে মাত্র একটি একটি আসন পায় তৃণমূল সেখান থেকে মাত্র এই ক'বছরে গোটা পঞ্চায়েতেই ঘাসফুল ফুটিয়েছেন শুভেন্দু।

পঞ্চায়েত নির্বাচনের আগে বারবার সফর করে দলের সংগঠন শক্তিশালী করার পাশাপাশি বিরোধী শিবির থেকেও সৈন্য এনে দলভারী করতে থাকেন শুভেন্দু অধিকারী, যার ফল মিললো হাতেনাতে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত ভোটে মুর্শিদাবাদে প্রতিষ্ঠিত হল তৃণমূলের একাধিপত্য।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.