Header Ads

জামুড়িয়ার মণ্ডলপুর এলাকায় পুকুরে স্নান করতে গিয়ে চার বালকের মৃত্যু৷

রবীন প্রামাণিক, আসানসোলঃ শুক্রবার জামুড়িয়া অঞ্চলের মণ্ডলপুর গ্রামে দুপুর দুটো নাগাদ একই পরিবারের চার জন বালক বাড়ির পিছনের কুলু পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায়৷ওই চার বালকের মধ্যে কৃষ্ণা সাউ মাধ্যমিক পরীক্ষার্থী(১৫)প্রিন্স সাউ (১০)পঞ্চম শ্রেণির ছাত্র৷

 দুই ভাই,বাবার নাম রঘুনাথ সাউ,অপর দিকে আমন সাউ(১০) এর বাবা বিশ্বনাথ সাউ৷এছাড়া হরিপুর থেকে আসা ওম কেশরি(১০),যার মণ্ডলপুরে এই পরিবারেই মামা বাড়ি৷ঘুরতে এসে ছিল মামা বাড়িতে৷এদের মধ্যে একমাত্র কৃষ্ণা(রাজ)ছাড়া কেউ বিশেষ সাঁতার জানতো না৷

 তিনজন পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যাচ্ছে দেখতে পেয়ে পাড়ে দাঁড়িয়ে থাকা কৃষ্ণা জলে ঝাঁপ দিয়ে বাঁচাতে যায়৷তবে একসাথে তিনজনকে বাঁচাতে গেলে সেও জলে ডুবে যায়৷পাশের পুকুরে স্নান করতে আসা সুনীল কুমার মাঝি চিৎকার শুনে দৌড়ে এসে দেখতে পেয়ে প্রতিবেশীদের সহায়তায় ওই চার বালককে জল থেকে উদ্ধার করে এবং স্থানীয় আকল পুর চিকিৎসাকেন্দ্রে নিয়ে যায়৷

সেখানে অবস্থার অবনতি দেখে তাদের আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়৷চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করে৷এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.