Header Ads

কাশ্মীরে রেস-৩'র শুটিংয়ে ব্যস্ত সলমান-জ্যাকলিন অন্যদিকে নভেম্বরে আসছে স্টুডেন্ট অফ দি ইয়ার ২।


শুভব্রত মুখার্জিঃ কাশ্মীরে রেস-৩'র শুটিংয়ে ব্যস্ত সলমান-জ্যাকলিন অন্যদিকে নভেম্বরে আসছে স্টুডেন্ট অফ দি ইয়ার ২।
রেমো ডি সুজার নির্দেশনায় কাশ্মীরে  জোরকদমে  চলছে রেস-৩ ছবির শুটিং। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সলমান খান এবং জ্যাকলিন ফার্নান্দেজ। এছাড়াও রয়েছেন শাকিব শালিম,ববি দেওল।

এই ছবিতে মূলত নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন সলমান। সলমান খান ফিল্মস এবং তরানি যৌথভাবে টিপস ফিল্মসের ব্যানারে এই ছবির প্রযোজনা করছে। ঈদের সময়ে জুনের ১৫ তারিখ মুক্তি পাবে এই ছবি।

অন্যদিকে নভেম্বরে আসছে স্টুডেন্ট অফ দি ইয়ার ২ পুনিত মালহোত্রার নির্দেশনায় দেরাদুনে শুটিং চলছে "স্টুডেন্ট অফ দি ইয়ার ২"র। ছবিটি প্রযোজনা করছে করন জোহারের ধর্মা প্রোডাকশন। ছবিতে অভিনয় করছেন দুজন বলিউডি নিউকামার অনন‍্যা পান্ডে এবং তারা সুতারিয়া। এছাড়াও রয়েছেন টাইগার শ্রফ। নভেম্বরের ২৫ তারিখ মুক্তি পাবে এই ছবি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.