Header Ads

সাড়ে চার বছরের মধ্যে সর্বোচ্চ দরে পৌঁছল পেট্রোল!


নজরবন্দি ব্যুরোঃ  প্রায় সাড়ে চার বছরেরও বেশি সময় কালে সর্বোচ্চ দরে পৌঁছল পেট্রোল, ওপর দিকে ডিজেলের দাম গড়ে ফেলল সর্বকালীন রেকর্ড। সরকারি ভাবে পেট্রোলের দাম নিয়ন্ত্রণের জন্য একাধিক পন্থা অবলম্বন করেও ফের বাড়ল জ্বালানি তেলের দাম।
 শুক্রবার কলকাতায় এক লিটার পেট্রলের দাম ৭৬.৭৮ টাকা এবং লিটার প্রতি ডিজেলের দাম ৬৮.০১ পয়সা। এ মাসের দ্বিতীয় সপ্তাহেই ডিজেল ও পেট্রোলের দাম আর যাতে না বাড়ে, সে দিকে লক্ষ্য রেখেই বিশেষ পদক্ষেপ নিয়েছিল কেন্দ্র সরকার। বৃহৎ জ্বালানি বিপণনকারী সংস্থাগুলিকে নিজেদের লভ্যাংশ থেকে লিটার প্রতি ১ টাকা কমানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তার পরেও আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠাপড়া এবং অভ্যন্তরীণ কর কাঠামোকেই এই মূল্য বৃদ্ধির নেপথ্য কারণ হিসাবে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.