পঞ্চায়েত ভোটে অন্য রাজ্য থেকে পুলিশ আনছে নবান্ন!
নজরবন্দি ব্যুরোঃ আগামী ১৪ই মে এরাজ্যে পঞ্চায়েত নির্বাচন, মোট ৫৮ হাজার ৪৬৭ বুথে হবে ভোট গ্রহন। সরকার সেই নির্বাচন পরিচালনা করার জন্যে ৫৮ হাজার পুলিশ দিচ্ছে নির্বাচন কমিশন কে(বন্দুক ধারী ৪৬ হাজার ১২ হাজার লাঠিধারী)।
সুতরাং ৪৬ হাজার বুথে একজন করে বন্দুকধারী পুলিশ আর ১২ হাজার বুথে একজন করে লাঠিধারী পুলিশ থাকবে। আর বাকি ৪৬৭ টা বুথ হবে মুক্তাঞ্চল! একদফায় পঞ্চায়েত ভোট। ভোটে যথাযথ নিরাপত্তার
দাবিতে ফের আদালতের দ্বারস্থ হয়েছে বিরোধীরা। তাঁদের দাবি কেন্দ্রীয় বাহিনী দিয়ে
ভোট করানো হোক।
এ নিয়ে অনেক কথা হচ্ছে রাজ্য জুড়ে। কিন্তু সরকার তাতে রাজি নয়। সরকার বলছে ভোটে নিরাপত্তায় রাজ্য পুলিস-ই যথেষ্ট। কিন্তু নবান্ন সূত্রে খবর, ভোটে নিরাপত্তা
দিতে ভিন রাজ্য থেকে আনা হবে পুলিস। মূলত প্রতিবেশী রাজ্যগুলি থেকে পুলিসকর্মী
নিয়ে আসার কথা ভাবছে সরকার।
Loading...
কোন মন্তব্য নেই