Header Ads

মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হল আসানসোল৷প্রহৃত হলেন বিজেপি কাউন্সিলার৷


নজরবন্দি,আসানসোলঃ নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে মনোনয়ন পত্র জমা দেওয়ার বর্ধিত তারিখ ২৩শে এপ্রিল সোমবার৷সেই অনুসারে সকাল থেকেই জেলার মহকুমা শাসকের দপ্তর ও সমষ্টি দপ্তরগুলিতে প্রশাসনের পক্ষ থেকে জোর তৎপরতা শুরু হয়৷ পাশাপাশি শাসক দলের প্রতিনিধিরাও মোড়ে মোড়ে জমা হতে শুরু করে সমর্থকদের নিয়ে৷

সোমবার সকালে জেলা পরিষদের প্রার্থীর মনোনয়ন জমা দিতে সমর্থকদের সাথে উপস্থিত হয়েছিলেন আসানসোল পুরসভার ৪৩নং ওয়ার্ডের পৌরপিতা বিজেপির ভৃগু ঠাকুর৷মহকুমা শাসকের দপ্তর তথা কোর্ট চত্বরে প্রবেশ করতেই তাকে তৃণমূল আশ্রিত গুণ্ডারা ঘিরে ধরে ফিরে যেতে বোঝানোর চেষ্টা করে,কিন্তু কাজ না হওয়ায় তাকে চড়-থাপ্পড় দেওয়া হয়৷ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়৷যদিও স্থানীয় কাউন্সিলার ও তৃণমূলের জেলা সেক্রেটারি অভিজিৎ ঘটক জানিয়েছেন তৃণমূল পার্টি তথা দলের কোনো ছেলে একজন কাউন্সিলারের গা'য়ে হাত দিতে পারেনা৷তাছাড়া তিনি নিজে এ বিষয়ে ভৃগু ঠাকুরের কথা বলেছেন,ভৃগু বাবু নিশ্চিত ভাবে কাউকে চিহ্নিত করতে পারছেন না৷ সেক্ষেত্রে ভৃগুবাবুর নিজের কোনো শত্রুতাতে কেউ আঘাত করে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে৷

পাশাপাশি এদিন বারাবনি কেন্দ্রের সমষ্টি দপ্তরে খবর করতে গিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা শাসক দলের আশ্রিত বহিরাগতদের বাধার সম্মুখীন হন৷মুখে গামছা বাঁধা অবস্থায় তারা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ছবি করতে বাধা দেয়,এবং তাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়৷

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.