২০১৯-এর লোকসভার প্রার্থী নুসরত জাহান! কোন দলে?
নজরবন্দি ব্যুরো: টলি-পাড়াতে এখন জোর জল্পনা। রাজনীতিতে পা রাখতে চলেছেন টলি অভিনেত্রী নুসরত জাহান। কিন্তু, চাইলেই তো আর যে কনও নায়িকা রাজনীতির জগতে পা রাখতে পারেন না। তাঁকে এর জন্য দলের ঝাণ্ডা বইতে হয়।
সেই দল ঠিক করে দেয় কোন এলাকা থেকে দাঁড়াবেন এই হেভি-ওয়েট প্রার্থীরা। সূত্রের দাবি, সে সব নাকি প্রায় ঠিক হয়ে গিয়েছে। নুসরত রাজনীতিতে আসছেন ঠিকই তবে গেরুয়া বা লাল ঝাণ্ডা ধরবেন না তিনি। তাঁর প্রিয় দিদির সান্নিধ্যেই থাকছেন বলে খবর। তিনি তৃণমূল কংগ্রেসের হয়েই নির্বাচনে লড়বেন। সূত্রের আরও দাবি, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তাঁকে টিকিট দেওয়ার জোর পরিকল্পনা চলছে । এটাও ঠিক হয়ে গিয়েছে এই সুন্দরী মুর্শিদাবাদ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
Loading...
কোন মন্তব্য নেই