Header Ads

লালকেল্লা বেসরকারিকরণ! "দেশের আবেগ বিকিয়ে দিল মোদী সরকার! কোথায় গেল দেশভক্তি?"


নজরবন্দি ব্যুরোঃ লালকেল্লার রক্ষণাবেক্ষণ, পরিষেবা প্রদান, পর্যটন বান্ধব প্ল্যান তৈরি, সৌন্দর্য্যায়ন সহ বিভিন্ন কাজের দায়িত্বভার এবার এক বেসরকারি সংস্থার হাতে তুলে দিল কেন্দ্রীয় সরকার। ২৫ কোটি টাকার বিনিময়ে ডালমিয়া গোষ্ঠীর হাতে লালকেল্লাকে তুলে দেওয়া হয়েছে।
লালকেল্লা বেসরকারি করণের সিদ্ধান্তের বিরোধিতা করে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে গোটা দেশ। মোঘল আমলের ঐতিহ্য লালকেল্লা। দেশ বিদেশ থেকে পর্যটকরা এই স্থাপত্যের টানে ভারতে আসেন। এরকম এক ঐতিহ্যবাহী স্থাপত্যকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়াকে ভালো চোখে নেননি রাজনৈতিক মহল থেকে ঐতিহাসিক মহল কেউই। রাজনৈতিক বিরোধী মহলের প্রশ্ন, "বিজেপি যে দেশভক্তির বুলি আরায় তা কোথায় গেল এখন? দেশবাসীর আবেগকে বিকিয়ে দিতে বাঁধলো না মোদী সরকারের?"
লালকেল্লা বেসরকারিকরণের বিরুদ্ধে সরব হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেছেন, লালকেল্লা দেশবাসীর আবেগ। প্রতি বছর স্বাধীনতা দিবসের দিনে লালকেল্লার মাথায় উড়ত ভারতের তিরঙ্গা জাতীয় পতাকা। সেই দায়িত্ব নিতে অপারগ মোদী সরকার। আর তাই লালকেল্লার মতো এক আবেগ বহনকারী স্থাপত্যকে তুলে দিল বেসরকারি সংস্থার হাতে। একই ভাবে কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে কংগ্রেস, বাম সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বও।
শুধু রাজনৈতিক মহল নয়, লালকেল্লা বেসরকারি করণের সিদ্ধান্তকে মানতে পারছেন না ঐতিহাসিক এবং বিশেষজ্ঞ মহল। তাদের দাবি, লালকেল্লার মতো এক উল্লেখযোগ্য স্থাপত্যকে রক্ষণাবেক্ষণের জন্য বিকল্প সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। বেসরকারি হস্তান্তর কখনোই সঠিক সিদ্ধান্ত নয় এক্ষেত্রে।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.