Header Ads

মনোনয়নের দ্বিতীয় দফায় তৃণমূলের তান্ডব! মার খেলেন সাংবাদিকরাও।


নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে চরম অশান্ত পরিথিতির সৃষ্টি হল। আজ সকাল থেকেই বিরোধীদের মনোনয়ন জমা দেওয়ায় বাধা সৃষ্টি করার অভিযোগ উঠছিল তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু সব কিছুকে ছাড়িয়ে গেল এবার শাসক দল। শুধু বিরোধীরা নন, তৃণমূলী সন্ত্রাসের মুখোমুখি হল এবার সাংবাদিকরাও।
আজ রামপুরহাটে মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছিল SUCI। সেখানে রামপুরহাট এসডিও অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে SUCI প্রার্থীদের বাধা দেয় তৃণমূল দুষ্কৃতীরা। তাদের বেধড়ক মারধোর করা হয়। ছাড় দেওয়া হয়নি মহিলাদেরও। মেরে তাদের কাপড় খুলে নেওয়ার অভিযোগও ওঠে। এরপরেই তৃণমূল বাহিনী খড়গহস্ত হয় সাংবাদিকদের ওপর।
খবর করতে যাওয়া সাংবাদিকদের লাঠি দিয়ে মারধোর করা হয়। আক্রান্ত হন আনন্দবাজার পত্রিকার চিত্র সাংবাদিক সব্যসাচী ইসলাম। নিউজ 18 বাংলার বাংলার সাংবাদিক অক্ষয় ধীবরকেও মেরে রক্তাক্ত করা হয়। এই ঘটনার পরেই শাসক দলের এই বর্বর আচরনের বিরুদ্ধে সরব হয়ে ধিক্কার জানান সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন মহল। নির্বাচন এক গণতান্ত্রিক উৎসব। কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতিতে তা শুধুমাত্র রক্তক্ষরণের উৎসবে পরিণত হয়েছে। রাজনীতির নামে কেন এই অবক্ষয়? প্রশ্ন তুলছেন রাজ্যের শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.