ডিটিএইচ পরিসেবাতে নতুন দিগন্ত খুলতে চলেছে জিও।
নজরবন্দি ব্যুরোঃ টেলিকম দুনিয়াতে তুমুল সাড়া
পাবার পর এবার টেলিভিশন দুনিয়া বা বলা যেতে পারে ডিটিএইচ ব্যবস্থায় নতুন দিগন্ত খুলতে
চলেছে জিও।
যেখানে উপভোক্তারা ২০০ টাকায় পেয়ে যাবেন এসডি (স্ট্যান্ডার্ড ডেফিনিশন)
চ্যানেল দেখার সুযোগ। আর HD চ্যানেল
দেখার জন্য গুলতে হবে মাসে ৪০০ টাকা।খুব শিঘ্রই এই সার্ভিস লঞ্চ হবে বলে জানানো
হয়েছে জিওর পক্ষ থেকে। এত অল্প দামে লেটেস্ট টেকনোলজি বাজারে আনার কারণে সহজেই এই
পরিষেবা গ্রাহকদের মন কাড়বে বলে মনে করা হচ্ছে। ফলে অন্য DTH কোম্পানিগুই সমস্যায় পড়বে বলেই মনে
করছে বিশেষজ্ঞরা। Loading...
কোন মন্তব্য নেই