যোগ্যতা অনুযায়ী শিক্ষকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বেলা সাহা মামলা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট! Exclusive
নজরবন্দি ব্যুরোঃ শিক্ষকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বেলা সাহা মামলা নিয়ে রাজ্যের প্রাথমিক শিক্ষক দের আশার শেষ নেই। নিজেদের ন্যাহ্য দাবি আর হোক নিয়ে তাঁরা কড়া নেড়েছেন কলকাতা হাইকোর্টের দরজায়।
কিন্তু এখনও তেমন কিছু সুখবর আসেনি। ঠিক এই সময় বেলা সাহা মামলা নিয়ে সামনে এল এক গুরুত্বপূর্ন তথ্য। মামলাকারী শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে "বেলা সাহা' মামলা নিয়ে বিভ্রান্তির কারন নেই। এই মামলায় এখন অর্থের প্রয়োজন নেই বলে আপাতত কোনো অর্থ সংগ্রহ করা হচ্ছে না। প্রয়োজন হলে আবার সবাইকে জানানো হবে।
মামলা নিয়ে আমরা আটকে ছিলাম না। ইতিমধ্যে এই মামলার সাপেক্ষে আরো একটি CAN মামলা দায়ের হয়েছে। ঠিক হয়েছে, আদালতের অচলাবস্থায় এখনো আমরা আটকে থাকব না। আগামী সোমবার WP 13742W/2017 'বেলা সাহা' মামলা ও গতিবৃদ্ধির জন্য তার সাথে দায়ের হওয়া CAN petition 2194/2018 মামলা দু'টির একসাথে মেনশন করা হবে। আবেদনকারীরা নিজেরাই সওয়াল করবেন।
একই সাথে uupta কোর কমিটির সাথে ওই দিনেই জেলা কনভেনারদের সাথে আলোচনায় আন্দোলনের পদক্ষেপ ঠিক হবে ও সকলকে জানানো হবে"
কিন্তু এখনও তেমন কিছু সুখবর আসেনি। ঠিক এই সময় বেলা সাহা মামলা নিয়ে সামনে এল এক গুরুত্বপূর্ন তথ্য। মামলাকারী শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে "বেলা সাহা' মামলা নিয়ে বিভ্রান্তির কারন নেই। এই মামলায় এখন অর্থের প্রয়োজন নেই বলে আপাতত কোনো অর্থ সংগ্রহ করা হচ্ছে না। প্রয়োজন হলে আবার সবাইকে জানানো হবে।
মামলা নিয়ে আমরা আটকে ছিলাম না। ইতিমধ্যে এই মামলার সাপেক্ষে আরো একটি CAN মামলা দায়ের হয়েছে। ঠিক হয়েছে, আদালতের অচলাবস্থায় এখনো আমরা আটকে থাকব না। আগামী সোমবার WP 13742W/2017 'বেলা সাহা' মামলা ও গতিবৃদ্ধির জন্য তার সাথে দায়ের হওয়া CAN petition 2194/2018 মামলা দু'টির একসাথে মেনশন করা হবে। আবেদনকারীরা নিজেরাই সওয়াল করবেন।
একই সাথে uupta কোর কমিটির সাথে ওই দিনেই জেলা কনভেনারদের সাথে আলোচনায় আন্দোলনের পদক্ষেপ ঠিক হবে ও সকলকে জানানো হবে"
Loading...
কোন মন্তব্য নেই