Header Ads

পুলিশের সামনেই সুজন চক্রবর্তী-সহ বাম প্রার্থীদের মারধোর! জয় শ্রীরাম ধ্বনিতে উল্লাশ তৃণমূলের..!! Exclusive

নজরবন্দি ব্যুরোঃ বাকুড়ায় ব্লক গুলিতে তৃণমূলের "গুণ্ডা বাহিনীর" দাপটে নোমিনেশন পত্র জমা দিতে না পেরে আজ বাম প্রার্থীরা এসডিও অফিসে নোমিনেশন জমা করতে যাচ্ছিলেন। বাম প্রার্থীদের সঙ্গে ছিলেন বিধানসভার বাম পরিষদিয় দলনেতা সুজন চক্রবর্তী।

বাম প্রার্থী সহ সিপিআইএম সমর্থক দের লাঠিপেটা করা হয় বলে অভিযোগ! বাদ যাননি সুজন বাবুর সরকারী দেহরক্ষীও।বাঁকুড়ার পুরনো এসপি অফিসের গেটে তৃণমূল জমায়েত করে লাঠিসোটা নিয়ে, সুজন বাবুর অভিযোগ "জয় শ্রীরাম" ধ্বনিতে মত্ত তৃনমুলিরা তান্ডব শুরু করে। মারধোরের পাশাপাশি চলে অশ্রাব্য গালিগালাজ...।"

বেশ কয়েক জন সিপিআইএম সমর্থক আহত। কয়েকাটা লাঠির আঘাত পড়ে সুজন বাবুর গায়েও!! পুলিশের সামনেই বামেদের মিছিলে তৃণমূলের হামলা করে বলে অভিযোগে৷ শেষ পর্যন্ত্য মনোনয়নপত্র জমা না দিয়েই ফিরে যায় বাম নেতৃত্ব। ...এই মুহুর্তে জমায়েত করে অবস্থান করতে চলেছে সিপিআইএম।

সুজন চক্রবর্তী নজরবন্দির প্রতিনিধি কে জানান "পরীক্ষা চলার জন্যে পুলিশ স্লোগান দিতে বারন করে, সেই মত বাম মিছিল থেকে কোন স্লগান ওঠেনি। কিন্তু মিছিল যখন বাঁকুড়ার পুরনো এসপি অফিসের সামনে পৌঁছায় সেখানে লাঠিসোঁটা হাতে তৃণমূলের জমায়েত দেখা যায়। তাঁদের মনোনয়ন জমা না দিয়ে ফিরে যেতে বলে তৃণমূল। সাথে চলে অশ্রাব্য গালিগালাজ, মুহুর্মুহু স্লোগান। তৃণমূল জিন্দাবাদের পাশাপশি স্লোগান ওঠে জয় শ্রীরাম! এর পর পুলিশের সামনেই তাঁদের মারধর শুরু করে তৃণমূলের 'গুণ্ডা বাহিনী'!"






সুজন চক্রবর্ত্তী, অমিয় পাত্র, প্রতীপ মুখার্জ্জীকে প্রমুখ বাম নেতা কে নিগ্রহ করা হয়। হামলার হাত থেকে রক্ষা পাননি মহিলারাও। গুরুতর আহত বেশ কয়েকজন বাম সমর্থক।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.