"মনোনয়ন জমা দেওয়া না গেলে মনোনয়নপত্র ইমেল করুন বিডিও-র কাছে।" কোথায় পাঠাবেন জানুন।
নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা
দেওয়াকে ঘিরে প্রথম দফার নমিনেশন জমার তারিখ গুলিতে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ ওঠে
তৃণমূলের বিরুদ্ধে। শেষ দিনে হঠাৎ নির্বাচন কমিশন মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েও
আচমকা তা প্রত্যাহার করে নেয়। এরপর আদালতে মামলা হয়। সেই মামলার রায়ে আদালত ঘোষণা
করে মনোনয়ন জমা দেওয়ার দিন বাড়াতে হবে কমিশনকে।
আদালতের ঘোষণা মোতাবেক মনোনয়ন জমা দেওয়ার
অতিরিক্ত দিন হিসেবে ২৩ এপ্রিলকে ধার্য করে নির্বাচন কমিশন। কিন্তু আজ সকাল থেকে
একাধিক জায়গা থেকে মনোনয়ন জমাকে ঘিরে অশান্তির খবর আসতে থাকে। বেশ কিছু জায়গায়
বিরোধী প্রার্থীদের মারধোর করে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের
বিরুদ্ধে। এই পরিস্থিতিতে মনোনয়ন জমা দেওয়ার বিকল্প উপায় বাতলালেন সিপিআইএম নেতা
শমীক লাহিড়ী।
শমীক লাহিড়ী জানিয়েছেন, যেখানে অশান্তির কারণে
মনোনয়ন জমা দেওয়া যাচ্ছেনা সেই সব জায়গায় বিডিও-র কাছে ই-মেইল করতে হবে। স্ক্যান
করে পাঠাতে হবে মনোনয়ন পত্র। দুপুর ৩টের আগে এই ই-মেইল পাঠাতে হবে বিডিও-র দপ্তরে।
কোথায় পাঠাতে হবে এই ই-মেইল তার বিস্তারিত বিবরণ দেওয়া হল নিচে। দেখে নিন-
Loading...
কোন মন্তব্য নেই