অনশনরত খুশির বাবা অক্ষয় ঘোষের সাথে দেখা করলেন জেলা ম্যাজিস্ট্রেট।
নজরবন্দি,
আসানসোলঃ বেসরকারি হাসপাতালের গেটের সামনে মেয়ে খুশি ঘোষের মৃত্যুর প্রকৃত কারণের
তদন্তের দাবিতে অবস্থান বিক্ষোভ ও আমরণ অনশনে বসা অক্ষয় ঘোষের সাথে দেখা করলেন
জেলা ম্যাজিস্ট্রেট শান্তনু বোস৷ একই সাথে এদিন ডক্টর সমীরণ ব্যানার্জীর নেতৃত্বে
এক মেডিক্যাল টিম অক্ষয় বাবুর শারীরিক অবস্থার অবনতির দিকটি পরীক্ষা করে চিন্তা
ব্যক্ত করেন।
পাশাপাশি
অক্ষয় বাবুকে অনশন ভঙ্গ করে হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তির অনুরোধ রাখেন৷ কিন্তু
অক্ষয় বাবু দাবি করেন, তার মেয়ের মৃত্যুর জন্যে দায়ি বেসরকারি হাসপাতালটির বিরুদ্ধে অভিযোগ গ্রহণ
করা হোক৷ একই সাথে ওই বেসরকারি হাসপাতালে তার মেয়ে খুশির চিকিৎসা চলাকালীন
সিসিটিভি-র ফুটেজ দেওয়া হোক৷ তবেই তিনি অনশন ভাঙার বিষয়টি চিন্তা-ভাবনা করবেন।
কোন মন্তব্য নেই