Header Ads

মানবাধিকার সংগঠনের সাথে যুক্ত ব্যবসায়ীকে ঘরের দুয়ারে গুলি করে মারার চেষ্টা৷


নজরবন্দি,আসানসোলঃ—ঘটনাসূত্রে শুক্রবার গভীর রাতে বুম্বা মুখার্জী উখড়া থেকে বাড়ি ফেরার সময় নিজ এলাকার কালি মন্দিরে প্রতিদিনের

অভ্যাস মতো গাড়ি থেকে নেমে প্রণাম করতে গেলে তিন দুষ্কৃতী তাকে গুলি করে হত্যা করার চেষ্টা করে বলে অভিযোগ৷বুম্বা মুখার্জীর বক্তব্য অনুসারে প্রায় আট ন রাউণ্ড গুলি চালালেও তিনি আহত না হওয়ায় দুষ্কৃতীরা তাকে রাস্তায় ফেলে মারধর করে পালায়৷যদিও বুম্বা মুখার্জী এই ঘটনার পিছনে শহরের অন্য আরেক ব্যবসায়ী সোমনাথ বিসওয়ালের জড়িয়ে থাকার অভিযোগ তুলেছেন৷

বুম্বা বাবুর বক্তব্য অনুসারে ওই রাতে দুষ্কৃতীরা সোমনাথের রেঞ্জরোভার গাড়ি করে আসে এবং সোমনাথ ওই গাড়িতেও ছিল৷এ বিষয়ে আসানসোল সাউথ পিপিতে অভিযোগ দায়ের করা হয়েছে৷বর্তমানে বুম্বা মুখার্জী আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.