Header Ads

৭০ টি পদে আবেদন ১১০০০! পিয়ন হওয়ার জন্যে আবেদন বি-টেক এম-টেক দের!!

নজরবন্দি ব্যুরোঃ চাকরির ক্ষরা চলছে রাজ্যে। আর সেই ছবি আবার উঠে এল নতুন একটি ঘটনায়। কিছুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয় ১৫ হাজার টাকা মাইনের বিনিময়ে ৭০ জন পিয়ন নিয়োগ করবে বলে ঘোষণা করে। সেই ৭০ টি পদের জন্যে আবেদন জমা পড়েছে প্রায় ১১০০০!!

শুধু তাই নয় পিয়নের পদে চাকরি পাওয়ার ক্ষেতে ন্যুনতম যোগ্যতামান অষ্টম শ্রেণী পাশ! সেখানে এই ৭০ টি পিয়নের পদে চাকরি পাওয়ার জন্যে যে ১১০০০ কর্মপ্রার্থী আবেদন করেছেন তাঁর মধ্যে রয়েছেন স্নাতক তো বটেই বিটেক, এমটেক পাশ করা অনেক প্রার্থীও!


উল্লেখ্য কিছুদিন আগে বৈদ্যুতিক চুল্লিতে ডোমের পদে চাকরি পাওয়ার জন্যে আবেদন করেছিলেন অনেক স্নাতক-স্নাতকোত্তর ডিগ্রিধারীরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.